ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শঙ্কামুক্ত জীবন ও নির্বিঘ্নে ক্লাস পরীক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার মদনমোহন কলেজ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর রিকাবিবাজার মদনমোহন কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আহ্বানে অধিভূক্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে কর্মসূচির অংশ হিসেবে এ ‍মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন- রাজনৈতিক কর্মসূচির নামে দেশে শিক্ষাবিরোধী অবস্থা বিরাজ করছে। স্কুল-কলেজে লেখাপড়া বিঘ্ন হচ্ছে, পরীক্ষা নেওয়া যাচ্ছে না।

শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনকে এ অবস্থা থেকে মুক্ত রাখার জন্য রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।