ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল নার্সিং কলেজের একাডেমিক ভবন রক্ষার দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
বরিশাল নার্সিং কলেজের একাডেমিক ভবন রক্ষার দাবিতে বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নার্সিং কলেজে একাডেমিক ভবন রক্ষার দাবিতে সোমবার (১৬ মার্চ) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচির পাশাপাশি বেলা ১২টায় বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিলটি বরিশাল নার্সিং কলেজ ক্যাম্পাস হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এর আগে রোববার রাত ৮টা থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের পর একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

আন্দোলনরত শিক্ষার্থী সোহেল ও আতাউর রহমান জানান, বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরাই যেখানে বছরের পর বছর ধরে আবাসন সংকটে ভুগছে। সেখানে নার্সিং কলেজের নতুন একাডেমিক ভবনকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল কোনোভাবেই বানানো চলবে না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।