বাকৃবি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি আনন্দ র্যালির আয়োজন করে।
র্যালির উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। পরে প্রশাসন ভবন সংলগ্ন বকুলতলায় আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক গান, কবিতা আবৃত্তি, ছড়া, বঙ্গবন্ধুর ভাষণ ও বক্তৃতা অনুষ্ঠানের।
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।
সবশেষে দুপুরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫