নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর মাদরাসা কেন্দ্রে পরিদর্শক হিসেবে দায়িত্বরত দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে দুই বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করার দায়ে তাদের এ শাস্তি দেওয়া হয়।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- জয়পুর আলিম মাদরাসার শিক্ষক জিল্লুর রহমান এবং আমাদা দাখিল মাদরাসার শিক্ষক জোহারা আক্তার।
সংশ্লিষ্টরা জানায়, লোহাগড়া উপজেলার জয়পুর মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন।
এ সময় পরীক্ষার্থীকে নকলে সহায়তা করার সময় দায়িত্বরত শিক্ষক জিল্লুর রহমান ও জোহারা আক্তারকে হাতে নাতে আটক করেন তিনি। পরে, ওই শিক্ষককে পরীক্ষায় দায়িত্বপালন থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে দুই বছর তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশ দেন ইউএনও।
ইউএনও মোকতার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫