ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সমাজবিজ্ঞান অনুষদের প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ’২০১৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।
একইদিন বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় করা একটি গবেষণা উপস্থাপন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করার মধ্য দিয়ে এর ফলাফল সবাই জানতে পারেন। এতে নতুন জ্ঞান এবং চিন্তার প্রসার ঘটে।
এসময় তিনি নতুন গবেষকদেরও স্বাগত জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। সেমিনার পরিচালনা করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫