ঢাকা: যথাযোগ্য মর্যাদায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. হযরত আলী, প্রক্টর ড. মিজানুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরা।
শিক্ষকদের ভলিবল ও ছাত্রদের ফুটবল খেলা ছিল দিবসের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন। ফুটবল খেলায় ছাত্ররা অর্নাস ও মাস্টার্স দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত প্লেট বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন শেকৃবি সাহিত্য সংসদ একটি ভাজপত্র প্রকাশ করে। এতে শিক্ষার্থীদের লেখা কবিতা স্থান পায়।
এছাড়া দিবসটি উদযাপনের অংশ হিসেবে আবাসিক হলগুলোতে আলোক সজ্জা ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬