ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে আন্দোলন অব্যাহত থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
যবিপ্রবিতে আন্দোলন অব্যাহত থাকবে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তারকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (২৯ মার্চ) দুপুর সোয়া ৩টার দিকে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাকিল আহমেদ অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে মুক্তভাবে রাজনীতিচর্চার সুযোগ দিতে হবে। যতদিন এ দাবি না মানা হবে, ততদিন আন্দোলন চলবে।

এছাড়াও যবিপ্রবি উপাচার্য প্রফেসর আবদুস সাত্তারকে অতিদ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় পরীক্ষা ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে। ’

এ সময় উপস্থিত ছিলেন, সাব্বির আহমেদ, শফিকুল ইসলাম, ফয়সাল মাহমুদ, হেলালউদ্দিন প্রমুখ।

এর আগে, শনিবার ও রোববার (২৮ ও ২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো মিছিল-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।