ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার জাবিতে আসছে গুগল বাস

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
মঙ্গলবার জাবিতে আসছে গুগল বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গুগলের বিভিন্ন অ্যাপস্ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারণা দিতে মঙ্গলবার ক্যাম্পাসে আসছে গুগল বাস।

ওই দিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে থামবে বাসটি।

সেখানেই শিক্ষার্থীরা গুগলের বিভিন্ন অ্যাপস্ সম্পর্কে জানতে পারবেন।

গুগলের এই আয়োজনের সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি।

সোসাইটির মর্ডারেটর অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী বলেন, গুগল তাদের অ্যাপস্ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে মঙ্গলবার ক্যাম্পাসে আসবে। আয়োজকরা গুগলের অ্যাপস্ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি যাদের গুগল আইডি নাই, তাদের আইডি করে দেবেন।

আয়োজন শেষে প্রশ্ন-উত্তর পর্বে বিজয়ীদের হাতে তারা পুরস্কার তুলে দেবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।