ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করায় রাবি শিক্ষার্থী আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
পুলিশের সঙ্গে খারাপ আচরণ করায় রাবি শিক্ষার্থী আটক ছবি: প্রতীকী

রাবি: পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শিমুল কুমার বিশ্বাস নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।  
 
শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর মাঠ থেকে তাকে আটক করা হয়।


 
আটক শিমুল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।  
 
পুলিশের অভিযোগ শিমুল মাদকাসক্ত হয়ে এক পুলিশ সদস্যের সঙ্গে খারাপ আচরণ করেন।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, শিমুল মাদকাশক্ত অবস্থায় ছিলেন। এ সময় কতর্ব্যরত পুলিশ তাকে নিষেধ করেন।  
 
এতে ক্ষিপ্ত হয়ে তিনি পুলিশ সদস্যের ওপর চড়াও হন। একপর্যায়ে ওই শিক্ষার্থী পুলিশের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন।
 
এতে তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।