ইবি: চার মাস বন্ধ থাকার পর শনিবার (০৪ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও প্রায় সব বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, শনিবার ক্যাম্পাস খোলার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগে স্থগিত হয়ে যাওয়া চুড়ান্ত পরীক্ষার নতুন সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষের এফ ইউনিট ব্যতিত সব ইউনিটেই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। এফ ইউনিটের মৌখিক পরীক্ষা রোববার ও সোমবার অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া, সবক'টি ইউনিটেই ৮ এপ্রিল পর্যন্ত মেধা তালিকার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে, কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালগামী বাসগুলোর মধ্যে কিছু বাস চলাচল করেছে। উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে বলেন, নিরাপত্তার কথা ভেবেই সবগুলো বাস ক্যাম্পাসে আনা হয়নি।
তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে রেখে বাসগুলো একেবারে খালি ফিরে যায়, এ সময় বাসগুলোর কোনো নিরাপত্তা থাকে না। এ জন্য দু’একদিন পর থেকে সবক’টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫