ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে পাস ২০৩৯১ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
৩৫তম বিসিএস প্রিলিমিনারিতে পাস ২০৩৯১ জন

ঢাকা: ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এতে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৩৯১ জন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে সরকারি কর্ম কমিশন(পিএসসি) এই ফল প্রকাশ করে।



পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা বাংলানিউজকে এ তথ্য জানান।
 
প্রিলিমিনারির ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
 
এছাড়া টেলিটক মোবাইলে এসএমএস করেও ফল পাওয়া যাবে।
 
এজন্য PSC লিখে স্পেস দিয়ে 35 লিখে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন জানান, উত্তীর্ণ প্রার্থীদের ১৫ এপ্রিল থেকে বিপিএসসি ফর্ম-২ ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে অফিস চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিতে হবে।
 
নতুন নিয়মে এবার সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে গত ৬ মার্চ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ছিল এক নম্বর। আর ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হয়।

আগে ১০০ নম্বরে এক ঘণ্টা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতো।

ফলাফল দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমআইএইচ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।