ঢাকা: সারাদেশের কলেজ শিক্ষকদের পরীক্ষা নেওয়া ও উত্তরপত্র মূল্যায়নের জন্য পাওয়া সম্মানী এখন থেকে অনলাইনের মাধ্যমে দেওয়া হবে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষার সম্মানী অনলাইনে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক-পরীক্ষকরা তাদের নিজ নিজ কর্মস্থলে থেকেই যাতে পরীক্ষার সম্মানী দ্রুত পেতে পারেন সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের ‘সোনালী সেবা’র মাধ্যমে সম্মানী দেওয়া হবে।
নতুন এ কার্যক্রম অনুযায়ী, শিক্ষকদের এখন থেকে আর গাজীপুর ক্যাম্পাসে গিয়ে অথবা চেকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। অনলাইন সেবার মাধ্যমে তাদের অ্যাকাউন্টে সম্মানীর টাকা তৎক্ষণাৎ জমা হবে। এছাড়াও এসএমএসের মাধ্যমে সঙ্গে সঙ্গে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এমআইএইচ/এসএস