রাবি: রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মলনে বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান বলেন, দেশে-বিদেশে টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাংবাদিকতায় উচ্চশিক্ষার বিশেষ চাহিদা তৈরি হয়েছে। এ বিষয়ে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ চালু করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বিভাগের সামার সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ১ মে পর্যন্ত আবেদন ফরম উত্তোলন ও জমা দেওয়া যাবে। ২ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর এম সাইদুর রহমান, উপাচার্য ওসমান গণী তালুকদার এবং উপ-উপাচার্য নুরুল হোসেন চোধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমজেড