শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে ডিগ্রি (পাস) পরীক্ষার প্রথমদিনে তিন ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন-উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে রাজু আহমেদ(২৪), সুঘাট ইউনিয়নের দড়িহাঁসড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও ধুনট উপজেলার সোনারগাঁ গ্রামের তোতা মিয়ার ছেলে এখলাছ উদ্দিন (২৫)।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম সরোয়ার জাহান এ সাজা দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, শনিবার ডিগ্রি (পাস) পরীক্ষার প্রথমদিনে ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালে শেরপুর স্নাতক মহাবিদ্যালয় ও টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজকেন্দ্র থেকে ৩ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটকরা অর্থের বিনিময়ে অন্যের হয়ে তাদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে জালিয়াতির মাধ্যমে নিজেদের ছবি ব্যবহার করে এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ১৮,২০১৫
পিসি/