ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উত্তরপত্র বাইরে পাঠানোয় পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
উত্তরপত্র বাইরে পাঠানোয় পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল: বরিশালে সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার খাতা নিয়ে কেন্দ্রের বাইরে পাঠানোয় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ইংরেজি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

 
 
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম তালহা যোবায়ের। তিনি সরকারি বিএম কলেজের ইংরেজি বিভাগের ছাত্র।  
 
সংশ্লিষ্টরা জানায়, বরিশাল কলেজ কেন্দ্রের ১০৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন বিএম কলেজের শিক্ষার্থী তালহা যোবায়ের। পরীক্ষার শুরুতেই তিনি তার পরীক্ষার খাতা বহিরাগত একটি ছেলের কাছে পাঠিয়ে দিয়ে কক্ষের টেবিল থেকে অপর একটি খাতা নেন।  
 
কক্ষ পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি দেখতে পেয়ে ওই শিক্ষার্থীর প্রবেশ পত্র জব্দ করেন। সেখানেও তার কোনো ছবি কিংবা কলেজ অধ্যক্ষের সিল পাওয়া যায় নি।  
 
বিষয়টি কলেজ প্রশাসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. অলোক সাহাকে জানান। তিনি কলেজে এসে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন।  
 
বরিশাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক হাবিবুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।