ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু বৃহস্পতিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ৬, ২০১৫
রাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু বৃহস্পতিবার

রাবি: বৃহস্পতিবার (০৭ মে) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। ছুটি থাকবে ৩১ মে পর্যন্ত।



এদিকে, ছুটিকালীন ২১ থেকে ২৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ থাকবে।

বুধবার (০৬ মে) রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া সব আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ২১ থেকে ২৯ মে পর্যন্ত।

কয়েকটি বিভাগে পরীক্ষা চলছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে কিছুদিন আগে থেকে পরীক্ষা শুরু হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত ওইসব বিভাগ চাইলে পরীক্ষার কার্যক্রম চালু রাখতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক প্রফেসর এস এম এক্রাম উল্লাহ বলেন, ২১ মে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ৩০ মে সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।