ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে বিএনসিসি’র বার্ষিক প্রশিক্ষণের উদ্বোধন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ১১, ২০১৫
কুবিতে বিএনসিসি’র বার্ষিক প্রশিক্ষণের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের চার নম্বর প্লাটুনের ব্যাটেলিয়ান বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে ১০ দিনব্যাপী এ বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস।



বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) ফেরদাউস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড.মাসুদা কামাল, প্রক্টর মো. আইনুল হক, ৪ ময়নামতি ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, মেজর মো. আবুল আলা তৌহিদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পি.ইউ.ও) শামসুন্নাহার।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ৪ ময়নামতি রেজিমেন্টের মাঠ পর্যায়ের এ প্রশিক্ষণে দশজন সেনা সদস্য ক্যাডেটদের প্রশিক্ষণ দেবেন। ১০ থেকে ১৯ মে পর্যন্ত মোট ১০ দিন এ প্রশিক্ষণ চলবে। ময়নামতি রেজিমেন্টের অধীনে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি’র চার নম্বর প্লাটুনের মোট ১২০ জন ক্যাডেট এ প্রশিক্ষণে অংশ নেন।

গত তিন বছর ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ময়নামতি রেজিমেন্টের অধীনে বার্ষিক এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।