ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিইউতে শেক্সপিয়ার ডে উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মে ১১, ২০১৫
বিইউতে শেক্সপিয়ার ডে উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে শেক্সপিয়ার ডে-২০১৫ উদযাপিত হয়েছে।

সোমবার (১১ মে) বিইউর মোহাম্মদপুর ক্যাম্পাস মিলনায়তনে এ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলাউদ্দিন।

উইলিয়াম শেক্সপিয়ারের জীবনীর ওপর আলোচনা করেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বিখ্যাত নাট্যকার ও কবির জীবন এবং ইংরেজি ও বিশ্ব সাহিত্যে তার অবদানের কথা উল্লেখ করে বলেন, বিশ্বসাহিত্যে এ মহান ব্যক্তির আবির্ভাব না হলে আমরা সাহিত্যের অনেক কিছু থেকেই বঞ্চিত হতাম।

অনুষ্ঠানে বিইউর বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিইউর ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. আশরাফ উদ্দিন চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক  মো. বজলুর রহমান।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিইউর বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৫
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।