কুষ্টিয়া (ইবি): ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিরাপত্তা চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
বৃহস্পতিবার (১৪ মে) পাঁচ দফা দাবিতে বিভিন্ন বিভাগের দেড় শতাধিক ছাত্রী স্বাক্ষরিত এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ১০ মে প্রকাশ্যে এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা উল্লেখ্য করে ছাত্রীদের নিরাপত্তাহীনতার অভিযোগ করে তারা। এর আগে হলে ঢুকে ছাত্রীদের হুমকি দেওয়ার বিষয়টিও উল্লেখ করে ছাত্রীরা।
এছাড়া প্রথম বর্ষের ছাত্রীদেরকে বিভিন্নভাবে শারীরিক ও মৌখিক র্যাগিং করা হচ্ছে বলেও স্মারকলিপিতে অভিযোগ করে ছাত্রীরা।
স্মারকলিপিতে বর্তমান এ অবস্থা থেকে উত্তরণ, ক্যাম্পাস এবং আবাসিক হলে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি পেশ করে ছাত্রীরা।
তাদের দাবিগুলো হলো:
১. কাম্পাসে ছাত্রীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
২. ছাত্রী হলে ছাত্রদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
৩. ছাত্রী নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে।
৪. ক্যাম্পাস ও হলে ছাত্রীদের শারীরিক নির্যাতন, যৌনহয়রানি এবং মৌখিক হুমকি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ।
৫. দলমত নির্বিশেষে সব ছাত্রীদের জন্য নিরাপদ আবাসন ও পরিবহন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসএইচ