খুলনা: ভাণ্ডারিয়া সরকারি কলেজে ম্যাজিস্ট্রেট ও ইউএনও’র শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে খুলনার শিক্ষকরা পূর্ণদিবস ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১৮ মে) বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা জেলা ইউনিট এ কর্মসূচি পালন করে।
ক্লাস বর্জনের পাশাপাশি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা জেলা ইউনিট দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা জেলা ইউনিটের সম্পাদক ফারুখে আযম মুহাম্মদ আব্দুস ছালামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সরকারি এম এম সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এম ওহিদুজ্জামান।
মতবিনিময় সভা শেষে খুলনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা গত ৯ এপ্রিল ভাণ্ডারিয়া সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষককে ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত ও অপমান করার তীব্র প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি জানান। একই সাথে লক্ষীপুর সরকারি মহিলা কলেজের একজন মহিলা প্রত্যাবেক্ষককে থানা হাজতে আটক রাখার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারাসহ বিভিন্ন সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এমআরএম/এএসআর