বরিশাল: বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে কলেজের কবি জীবনানন্দ দাশ হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে হল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
কলেজ অধ্যক্ষ ফজলুল হক জানান, সোমবার ছাত্রাবাসে সিট বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দুপুরেও মারামারির ঘটনা ঘটে। এ অবস্থায় পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে কবি জীবনানন্দ দাম হল স্বল্প সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
অপরদিকে, সংঘর্ষের ঘটনায় কলেজ প্রশাসন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হিমাংশু কুমার বিশ্বাসকে প্রধান করে শিক্ষক গোলাম মোর্শেদ ও রনজিৎ মল্লিককে দিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
পিসি