ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্বোধন ঘোষণা করেন।
হেকেপ প্রজেক্টের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সেল গঠন করা হয়েছে।
সেলের পরিচালক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসিওরেন্স ইউনিট প্রধান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইবি উপ উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসিওরেন্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. সঞ্জয় কে. অধিকারী প্রমুখ।
এছাড়া, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এমজেড/