ইবি (কুষ্টিয়া): প্রস্তাবিত বেতন কাঠামো বৈষম্যমূলক উল্লেখ করে বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন- সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন- অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারী প্রমুখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. আর কে এম সালেহ, অধ্যাপক ড. আ ন ম রেজাইল করিম, অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. আব্দুস শহিদ মিয়া, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বৈষম্যমূলক বেতন কাঠামো বাতিল ও নতুন বেতন কাঠামো নির্ধারণ করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এমজেড/