পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপাচার্যকে অবরুদ্ধ করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল করে তারা।
পরে প্রশাসনের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান উপাচার্য।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে উপাচার্য ড. আল নকীব চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এসআর