ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ঢাবির ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তিপরীক্ষা ৯ অক্টোবর থেকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ঢাবির ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তিপরীক্ষা ৯ অক্টোবর থেকে ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।



বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী  ৯ অক্টোবর থেকে ভর্তিপরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে খ-ইউনিটের ভর্তি পরীক্ষা। চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর (শুক্রবার)। চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর (শনিবার)। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর  (শুক্রবার) এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১০টায় ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।    
               
পরে উপাচার্য প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটের ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৫৪  হাজার ৪০৪ ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন।

এর মধ্যে ক-ইউনিটের ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ১৬১ জন, খ-ইউনিটের ২ হাজার ২৮০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৪২১ জন, গ-ইউনিটের ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৮৫৭ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৭৯৮ জন এবং চ-ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ১৬৭ জন আবেদন করেছেন।

উপাচার্য বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগযোগ করা যায়, এ ধরনের ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সর্ম্পূণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষায় অসুদপায় অবলম্বন ঠেকাতে এবার ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

গত ২৪ আগস্ট থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু  হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।