ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
বেরোবিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এর উদ্বোধন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বেরোবি’র ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) উদ্যোগে একাডেমিক তিন নম্বর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আজমল হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান, সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ও ব্রুডার সভাপতি হুমায়রা সিফাত প্রমুখ।

এ সময় বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারী বিতার্কিক, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রুডার সাধারণ সম্পাদক, সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী শিখা রায়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।