ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ফলিত গণিত বিভাগের যুগপূর্তি উদযাপন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
রাবির ফলিত গণিত বিভাগের যুগপূর্তি উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের একযুগ পূর্তি উদযাপিত হয়েছে।

শনিবার(সেপ্টেম্বর) সকাল ৯টায় চতুর্থ বিজ্ঞান ভবনে ফলিত গণিত বিভাগ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী উদযাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



এরপর সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।

শোভাযাত্রার পর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন একযুগ পূর্তি উৎসবের আহ্বায়ক প্রফেসর ড. এম. জিল্লুর রহমান।

সেখানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমান ও বিভাগের ইউজিসি প্রফেসর সুব্রত মজুমদার, প্রফেসর (অব.) মো. হামিদুল ইসলাম, প্রফেসর আব্দুল্লাহ আনসারী প্রমুখ।

বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।