ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

গাইড বই পড়ানোয় শিক্ষিকা বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
গাইড বই পড়ানোয় শিক্ষিকা বরখাস্ত

গোপালগঞ্জ: বোর্ড নির্ধারিত বই না পড়িয়ে গাইড বই পড়ানোর অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাজনিন হক লিলি নামে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুলের সভাপতি মো. মুনিরুজ্জামান তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।



বরখাস্ত হওয়া নাজনিন হক লিলি উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

ইউএনও জানান, শিক্ষিকা নাজনিন ৮ম শ্রেণির ক্লাসে বাংলা বোর্ড বই না পড়িয়ে গাইড বই পড়াচ্ছিলেন। স্কুল পরিদর্শনকালে বিষয়টি দেখতে পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।