ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ভ্যাট প্রত্যাহারের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাভারের আশুলিয়ার বাইশমাইলে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  ছাত্র পলাশের নেতৃত্বে বাইশমাইলে রাস্তা অবরোধ করে তারা।



এ সময় আরিচা মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে শিক্ষার্থীদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেন সাংবাদিকদের জানান, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আমরা আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।