ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

গোপালগঞ্জ: আনন্দ ভ্রমণ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আকর্ষণ ছিল নৌকায় করে ঘুরে বেড়ানো। এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোটালিপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে যান।
 
এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান, মো. মজনুর রশিদ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছায়েদা মাহমুদাসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।