ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবির ভর্তি ফরম বিতরণ শুরু ২৭ সেপ্টেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পাবিপ্রবির ভর্তি ফরম বিতরণ শুরু ২৭ সেপ্টেম্বর

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ কার্যক্রম চলবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।

রোববার (১৩ সেপ্টেম্বর) পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর টেলিটক মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

চলতি শিক্ষাবর্ষ থেকে পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা, রসায়ন, পরিসংখ্যান, সমাজকর্ম, ইংরেজি ও লোক প্রশাসন বিভাগ চালু হচ্ছে। নতুন ৬টি বিভাগসহ ১৯টি বিভাগের মোট ৮৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.pust.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।