ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-ধর্মঘট

স্টাফ ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট (ভ্যালু আ্যডেড ট্যাক্স) প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ক্লাশ ও পরীক্ষা বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা।



রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কাজলা মোড়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান শাখার সামনে এবং পরে তালাইমাড়ী শাখার সামনে বিক্ষোভ করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘অবৈধ ভ্যাট মানি না’,  ‘নো ভ্যাট অন এডুকেশন’ ‘অবৈধ ভ্যাট প্রত্যাহার করো, করতে হবে’ এসব স্লোগান দেন। শিক্ষার্থীরা অবিলম্বে ভ্যাট প্রত্যাহারে জোর দাবি জানান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের তালাইমাড়ী শাখার দিকে যান শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্র জনতা ভাই ভাই, রাজপথ ছাড়ি নাই’ ‘রক্ত চাইলে রক্ত দিবো, ভ্যাট ছাড়া শিক্ষা নিবো’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

বিক্ষোভে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিক্ষোভের সময় আশপাশে পুলিশ সতর্ক অবস্থান নিলেও তারা বিক্ষোভে বাধা দেয় নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা কিছু সময় বিক্ষোভ করেছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয়নি।

একই দাবিতে বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ করেছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে ভ্যাট প্রত্যাহারের দাবিতে জিরো পয়েন্টে বিক্ষোভ শেষে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
 
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে শিগগিরই আরো কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

এদিকে রোববার থেকে তিনদিনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিয় খান বাংলানিউজকে বলেন, ‘ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ থেকে আমাদের ক্লাশ ও পরীক্ষা ধর্মঘট শুরু হয়েছে। আগামী দু’দিন চলবে এ কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।