ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভ্যাট বাতিলের দাবি মুন্নু মেডিকেল শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভ্যাট বাতিলের দাবি মুন্নু মেডিকেল শিক্ষার্থীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: টিউশন ফির সঙ্গে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।



দেশব্যাপী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি পালন করেন মেডিকেল শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ১০টার দিকে ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের বাধায় তারা কলেজ ক্যাম্পাসেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।