ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ক্যাম্পাসে ফিরে গেছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ক্যাম্পাসে ফিরে গেছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামপুরা (ঢাকা): আরোপিত ভ্যাটবিরোধী আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে রামপুরা ব্রিজের ওপর থেকে সরে গিয়ে আফতাবনগরের ক্যাম্পাসের সামনে অবস্থান নেন তারা।



এরপর রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সড়ক থেকে ক্যাম্পাসের সামনে সরে গেলেও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেবেন তারা।
 
এর আগে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট (৭.৫ শতাংশ) বিরোধী আন্দোলন প্রতিদিনই চলে আসছে। এরই অংশ হিসেবে রোববার সকালেও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন।

পরে দুপুরে র‌্যাবের কর্মকর্তারা জনদুভোর্গের কথা চিন্তা করে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। এর কিছু সময় পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গিয়ে ক্যাম্পাসের সামনে অবস্থান নেন।

এরপর রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এনএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।