ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ভ্যাটবিরোধী আন্দোলন

স্থগিত, ফের শুরু সোমবার সকালে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
স্থগিত, ফের শুরু সোমবার সকালে ছবি: কাশেম হারুণ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে তাদের অবস্থান কর্মসূচি রোববারের মতো শেষ করেছেন।

তবে সোমবার সকাল থেকে তাদের আন্দোলন ফের শুরু করবেন।

 

রোববার বিকেলে রাজধানীর রামপুরা, বারিধারা, গুলশান, বনানী, উত্তরা, ধানমণ্ডিসহ সব পয়েন্ট থেকে রোববারের মতো অবস্থান কর্মসূচি শেষ করে সড়ক থেকে সরে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রোববার সকাল ১০টার পর সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে বিকেল সাড়ে ৫টা থেকে তারা রোববারের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেন এবং বিভিন্ন পয়েন্ট থেকে সরে যান।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে আবারও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্যাটবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় অবস্থান নেবেন।

এদিকে, শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেসরকারি নর্থসাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইইউবি কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং নর্থসাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

মূলত শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। রোববার সকাল থেকে প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ সড়কেই যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষজন। অনেকে পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছান।

অপরদিকে, কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেবে না বলেও ঘোষণা দিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন সরকারের বিপক্ষে নয়, সরকারের একটি সিদ্ধান্তের বিপক্ষে।

তারা বলেন, শিক্ষার্থীও নয়, বিশ্ববিদ্যালয়ও নয়, কেউই ভ্যাট দেবে না।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই/এসএমএ/এনএ/এনএইচএফ/এসজেএ/এসএইচ/এবি

** ‘আমাদের আন্দোলন সরকারের সিদ্ধান্তের বিপক্ষে’
** নর্থ সাউথ-আইইউবি বন্ধ ঘোষণা
** ক্যাম্পাসে ফিরে গেছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
** ভ্যাট নেবে না বাংলাদেশ ইউনিভার্সিটিও
** রাজধানীজুড়ে বিক্ষোভ, উত্তেজনা বাড়ছে
** কোনো অ্যাকশনে যাবে না র‌্যাব
** রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ
** আফতাবনগরে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
** ক্যাম্পাসে বিক্ষোভ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
** শিক্ষার্থীদের অবরোধ আজও, সতর্কাবস্থায় পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।