ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে দুই দিনব্যাপী চ্যারিটি শো শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
শাবিতে দুই দিনব্যাপী চ্যারিটি শো শুরু

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী চ্যারিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার শো শুরু হয়েছে।

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের শিক্ষক বিষ্ণুপদ সরকারের চিকিৎসা সহায়তা তহবিল গঠনের জন্য এ চ্যারিটি শো’র আয়োজন করা হয়েছে।


 
সোমবার (১৪ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় শাবিপ্রবি কেন্দ্রীয় মিলনায়তনে ‘মেঘমল্লার’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

কানাডার টরন্টো আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে একযোগে শাবিপ্রবিতে এ প্রদর্শনী হবে।

আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট গল্প’ অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে ‘মেঘমল্লার’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।  

প্রদর্শনীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। টিকিট বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামের কাউন্টারে পাওয়া যাবে বলে আয়োজকরা জানান।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।