ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’তে আবার শুরু আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

তন্ময় বিশ্বাস, বশেমুরবিপ্রবি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বশেমুরবিপ্রবি’তে আবার শুরু আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: সংঘর্ষের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আবার শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ও ৫টায় টুর্নামেন্টের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচ দু’টিতে অর্থনীতি বিভাগ ১-০ গোলে বাংলা বিভাগকে ও গণিত বিভাগ ২-১ গোলে পরিসংখ্যান বিভাগকে পরাজিত করে।

এর আগে গত ১ জুন শুরু হয় বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫। এরপর ৮ জুন লোকপ্রশাসন বিভাগ ও এনালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বিভাগের মধ্যকার ম্যাচে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এ দুই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। এ সংঘর্ষের ঘটনায় আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট সাময়িক স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

সংঘর্ষের কারণে লোকপ্রশাসন বিভাগ ও এনালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বিভাগ টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় ছয়টি দল নিয়ে পয়েন্টের ভিত্তিতে সেমি-ফাইনাল বাছাই করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।