ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীকে বোরোবি’র উপাচার্যের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
প্রধানমন্ত্রীকে বোরোবি’র উপাচার্যের অভিনন্দন

ঢাকা: জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেরোবি’র ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দনের বিষয়টি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী বলেন, একজন সত্যিকারের চ্যাম্পিয়নকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত করায় আমরা গর্বিত ও আনন্দিত। এ অর্জন বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও ভাবমূর্তি উজ্জ্বলের স্বীকৃতি।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিআর/টিআই






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।