ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

মানবতাবোধে জাগ্রত হওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মানবতাবোধে জাগ্রত হওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয়: মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করাই শিক্ষার মূল উদ্দেশ্য বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মতামত ব্যক্ত করেন।



অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করা। সেই মানবতাবোধে সব শিক্ষার্থীকে উদ্বুদ্ধ হতে হবে। নিজেদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে প্রথম বর্ষ বিএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের দুইজন মেধাবী শিক্ষার্থীকে ‘আবদুল হক মুন্সী-গুলনাহার বেগম স্মারক বৃত্তি’র চেক তুলে দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্তরা হলেন, নাজমুল হোসেন ও ফারহানা ইসলাম ফারহা। বৃত্তিদাতা ট্রাস্ট ফান্ডই এই অনুষ্ঠানের আয়োজক।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম এবং ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক মো. শহীদুল হক মুন্সী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।