ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ভ্যাট বাতিলে গণ বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ভ্যাট বাতিলে গণ বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাতিল হওয়ায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘নো ভ্যাট অন এডুকেশন’র সমন্বয়ক পলাশের নেতৃত্বে দুপুরে আনন্দ র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়।

যা বকুলতলা, ফুসকা চত্বর ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে এসে মিলিত হয়।

এরপর শিক্ষার্থীরা মিষ্টি উৎসবে মেতে ওঠেন। শিক্ষার্থীরা বলেন, শিক্ষা সবার অধিকার। এটিকে ভ্যাটের মধ্যে আবদ্ধ রাখলে অধিকার ক্ষুন্ন হয়। ভ্যাট বাতিল হওয়ায় তারা সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।