ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে উচ্চশিক্ষা নিয়ে সেমিনার বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ময়মনসিংহে উচ্চশিক্ষা নিয়ে সেমিনার বৃহস্পতিবার

ময়মনসিংহ: ময়মনসিংহে ‘উচ্চশিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা: প্রেক্ষাপট ময়মনসিংহ’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) আয়োজনে ওইদিন স্থানীয় শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।



সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস.এম. সফিকুল হায়দর মুকুল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস.এম.এ. ফায়েজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ড সভাপতি ডা. এ এম শামীম।

বিশেষ অতিথি হিসেবে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এন.এম. শাহজাহান সরকার উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।