ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সাংস্কৃতিক জোটের নতুন কার্যকরী পরিষদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জাবি সাংস্কৃতিক জোটের নতুন কার্যকরী পরিষদ

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক জোটের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জোটভুক্ত ১০টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই কার্যকরী পরিষদ গঠন করা হয়।



বুধবার (১৬ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে-জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম), জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি), ধ্বনি, আনন্দন, জলসিঁড়ি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও), চারণ সাংস্কৃতিক কেন্দ্র, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, চলচ্চিত্র আন্দোলন ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)।

এই কার্যকর পরিষদের মেয়াদ ছয় মাস। এ সময়ের মধ্যে এই পরিষদ ক্যাম্পাসে সাংস্কৃতিক জোটের গঠনতন্ত্র সংক্রান্ত জটিলতার সমাধান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন কার্যকর পরিষদের সভাপতি জুবায়ের টিপু ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ রাহাত রহমান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।