ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত সিন্ডিকেট সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত সিন্ডিকেট সভা

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত সিন্ডিকেটের প্রথম সভা মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ কলাবাগান লেক সার্কাস লিয়াজোঁ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।



সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

সভায় উপস্থিত ছিলেন-সিন্ডিকেট সদস্য স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. শফিউর রহমান, প্রাক্তন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের  সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুস সোবাহান সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক  মো. শফিউল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আরিফ হোসেন প্রমুখ।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সিন্ডিকেট সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

এ সময় প্রয়োজনীয় আলোচনার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়কে দ্রুত দক্ষিণাঞ্চলের সেরা বিদ্যাপীঠ করার লক্ষ্যে একযোগে সবাই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।