ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ইন্টার্ন শিক্ষার্থীদের সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
পবিপ্রবিতে ইন্টার্ন শিক্ষার্থীদের সেমিনার

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এস কে এফ লিমিটেডের আয়োজনে ইন্টার্ন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



সেমিনারে ভেটেরিনারি মেডিসিন ডিগ্রির ৯ম ব্যাচের ইন্টার্ন শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে মেডিসিন অনুষদের ডিন অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. আব্দুর রশীদ ও বিশেষ অতিথি হিসেবে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর  ড. এ কে এম মোস্তফা আনোয়ার উপস্থিত ছিলেন।

এছাড়া, উপস্থিত ছিলেন-ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ও ইন্টার্নশিপ কমিটির সদস্য ড. মো. আহসানুর রেজা, অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. রুহুল আমিন, এস কে এফ লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার (এগ্রোভেট) মো. আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি টেকনিক্যাল অফিসার মো. জিয়াউল হাসান, ফিল্ড ম্যানেজার মো. আবুল বাশার প্রমুখ।

সেমিনারে এস কে এফ লিমিটেড কোম্পানির বিভিন্ন পণ্য সম্পর্কে শিক্ষর্থীদের ধারণা দেওয়া হয়।

সেমিনার সঞ্চালনা করেন ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মিল্টন তালুকদার।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।