ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

জাবিতে সাংবাদিক সমিতির উদ্যেগে বৃক্ষরোপণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জাবিতে সাংবাদিক সমিতির উদ্যেগে বৃক্ষরোপণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বাঁচার জন্য বৃক্ষ চাই, বিপরীতে উপায় নাই’- এ প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বুধবার(১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে বৃক্ষরোপণ করা হয়।



কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমি চাই গাছকে সবাই ভালবাসুক, গাছের পরিচর্যা করুক এবং গাছের সম্প্রসারণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন বজায় থাকুক।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, সাংবাদিক সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মওদুদ সুজন, সহ-সভাপতি সানাউল্লাহ মাহী, ডেইলি স্টার’র প্রতিনিধি নাজমুস সাকিব, বণিক বার্তার প্রতিনিধি মো. দিদারুল হক, মানবকন্ঠের প্রতিনিধি মো. সাইফ উদ্দিন আবির, মানবজমিন প্রতিনিধি নুর আলম হিমেল, জাগো নিউজের হাফিজুর রহমানসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।