ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজবাড়ীতে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
রাজবাড়ীতে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ১৮টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিএনপি ও অপর ১৩টি পদে আওয়ামী লীগ সমর্থিতরা নির্বাচিত হয়েছেন।



বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে রাত ৮টার দিকে নির্বাচনের প্রিজাইডিং অফিসার মীর মো. শাজাহান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে ২৮৯ ভোট পেয়ে সভাপতি হয়েছেন গাজী আহসান হাবীব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহাদ হোসেন গরুর-গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে ৩০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর আলম শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল বাশার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩ ভোট।

অন্যান্য পদে বিজয়ীদের মধ্যে অন্যতম হলেন, সহসভাপতি মো. আদেল উদ্দিন মোল্লা, সহসভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ হিটু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হক, দপ্তর সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ মন্ডল, প্রচার সম্পাদক ছাদেক আলী মোল্লা, কার্যকরী সদস্য আবু তালেব মোল্লা ও মো. শাজাহান মুন্সী।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।