ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

জাতীয় শিক্ষা দিবসে বরিশালে সমাবেশ-মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
জাতীয় শিক্ষা দিবসে বরিশালে সমাবেশ-মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জাতীয় শিক্ষা দিবসে বরিশাল জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাশপাশি দিবসটি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল সিটি কলেজ ক্যাম্পাসে ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৯৬২ সালের এইদিনে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বক্তারা বলেন, দেশে একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, ইনক্রিমেন্ট, মেডিকেল ভাতা, নববর্ষ ভাতা প্রদান করার জন্য আহ্বান জানান।

একই সঙ্গে অষ্টম জাতীয় বেতন স্কেলে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীরা অন্তর্ভূক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক জীবন কৃষ্ণ দে, ডা. হাবিবুর রহমান, ডা. মিজানুর রহমান, অ্যাডভোকেট একে আজাদ, শিক্ষক নেতা মজিবর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ আমিনুর রহমান খোকনসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।

সমাবেশ পরিচালনা করেন অধ্যক্ষ সুলতান আরেফিন, মু. হেলাল উদ্দিন বিশ্বাস, আব্দুল আলীম।

অপরদিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বেলা ১১টায় সদর রোডে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তুষার, ফাবিহা আলম অন্তু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।