ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে ভর্তি আবেদন শুরু ১ অক্টোবর

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
কুবিতে ভর্তি আবেদন শুরু ১ অক্টোবর

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন ১ অক্টোবর থেকে শুরু হবে।

সম্প্রতি উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।



বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুবিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত চলবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ও ৫ ডিসেম্বর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ২০ অক্টোবর পর্যন্ত দিন-রাত যেকোন সময় এমনকি বন্ধের দিনও করা যাবে বলে এতে উল্লেখ করা হয়।

এবার ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯টি বিভাগে মোট ১ হাজার ১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.cou.ac.bd/) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।