ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের গুজবের মধ্যেই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যাচ্ছে।

সরকারি ২২টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।



এবার ৮৪ হাজার ৭৮৪ জন ভর্তিচ্ছু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়ছেন প্রায় ২৩ শিক্ষার্থী।

এদিকে ১০টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, সরকারি ২২টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪টি আসন রয়েছে। আর ৬৫টি বেসরকারি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৫৫ শিক্ষার্থী।

এর আগে গত বুধবার মেডিকেল ভর্তির প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ৪জনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

এরপর দেশব্যাপী প্রশ্ন ফাঁসের কথা ছড়িয়ে পড়লেও বিষয়টিকে গুজব বলে দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।