ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাতে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
রাতে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ হবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে।

রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে বলে রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর রাত ৮টায় ডিগ্রির ফল প্রকাশিত হবে। দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।
 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে ফল জানা যাবে।
 
এছাড়া যেকোনো মোবাইল থেকে এনইউ (nu) লিখে স্পেস দিয়ে ডিইজি (deg) দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএইচপি/জেডএস

** ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।